বছর ঘুরে আসিল দুর্গা মা-
আপদ বিপদ আর অত্যচারী
অসুর আছে যত সারি সারি
সকলে এবার দুরে চলে যা।


আসুক আবার শান্তি সবার ঘরে-
কষ্ট- ক্লান্তি, দুঃখের দড়িয়া
হাসি-খুসি আনন্দে উঠুক ভরিয়া
পুজারীর প্রার্থনা দুর্গা মায়ের তরে।


মা দুর্গা এসেছে এবার নৌকায় চরে-
আলতি, মালতি, কাকুলি, প্রিতিমনি
পল্লবি, তিথি,পুস্পিতা,আর শ্রাবনি
সকলে মায়ের পুজা আর্চনা করে।


ঘোড়ার পিঠে চরে মা যাবে এবার ফিরে-
চন্চল,চপল, দেবেন্দ্র ব্রজেন্দ্র, অখিল,
চলিন,পলিন, অনিল বাবু আর নিখিল
কি আনন্দ করছে তারা দুর্গা মাকে ঘিরে।


পুজাকে নিয়ে গরম রাজনিতির মাঠ-
চলছে নিয়ে শত শত মটরসাইকেল
সবার প্রথমে  নেতা মাইকেল
বিলাচ্ছে কত তেল খড়ি- কাঠ।।


০৮/১০/২০১৯ খ্রিঃ।