যেদিন তোমার দেকা পাই
বুকের ভিতর দিয়েছি ঠাই
বুকের ভিতর ডুব দিয়া  
কলিজা খান ছিঁড়ি নিয়া
পাখিরে তুই উড়াল দিলি
স্বপ্ন গুলো কেড়ে নিলি
আমারে কিছু না বলে
যাচ্ছ পাখি কোথায় চলে
যারে পাখি দূরে চলে যা
চিনলি না-রে মন চিনলি না।


দিন ফুরিয়ে রাত আসে
রাতের বুকে তাঁরা হাসে
তারার মাঝে চাঁদ উঠে
যেন আকাশে ফুল ফোটে
সে চাঁদও কোন এক সময়  
তারাদের ছেড়ে হারিয়ে যায়
তাঁরা তখন বিরহে হাসে
তবু চাঁদকে ভালোবাসে
নাই আর মনে দুঃখ নাই
চাঁদের স্থলে তোরে দিছি ঠাই।


চাঁদ যখন হারিয়ে যায়
তারা তখন হয় অসহায়
আমারে চাঁদ ছিলিরে তুই
একা থুইয়া হারাইলি কই
বুঝলি না তুই ওরে পাখি
তোরে ছাড়া কেমনে থাকি
একা একা বিরহে হাসি
তবু তোকে ভালোবাসি
বুঝলি নারে তুই বুঝলি না
চিনলি না-রে মন চিনলি না।


ও পাখিরে.............!
চিনলি না-রে মন চিনলি না।


প্রকাশঃ-  ০৮/০১/২০২১ খ্রিঃ
সময়ঃ- বিকাল ০৪.১৫ মিঃ
স্থানঃ- পঞ্চগড় সদর পঞ্চগড়।