রাত পোহায়ে পূর্বাকাশে
সূর্য দিল হাসি
আসলি তখন জীবন মাঝে
বললি ভালোবাসি।
দিনের শেষে পশ্চিমাকাশে
সূর্য অস্ত যায়
আমায় ছেড়ে যাস রে চলে
ধরে রাখা দায়।
দিন ফুরিয়ে ওই আকাশে
উঠলো তাঁরার মেলা
আকাশ মাঝেই ঝিলমিলিয়ে
তাঁরার প্রেমের খেলা।
আকাশ মাঝে খুজি আমি
কোথায় আমার চাঁদ
চাঁদ বিহীন জীবনে আসলো
আমাবস্যার রাত।
অন্ধকারে এখন আমি
সদায় কাটাই দিন
বুকের মাঝে তবু বাজে
ভালোবাসার বিন।
বুকের ভেতর মেঘ জমেছে
শুনরে নিঠুর পাখি
তুই আসবি ফিরে সেই আশাতে
বৃষ্টি নামায় আখি।