বলেন তো ভাই....
নিরাপদ খাদ্য কোথায় পাই?
ভেজাল ভেজাল ভেজাল
এখন সব খাদ্যই চলছে ভেজাল।
এত ভেজালের ভিরে
বলেন তো ভাই কথায় যাই।
বাড়ীর চাউলের ভাত,
বাজার থেকে একটু দুধ এনে খাব
তাতে-ও শান্তি নাই।
বলেন কি? জ্বি ভাই
দুধ আর খাটি নাই,
ভেজাল: এখন দুধেও ভেজাল।
তাহলে বলেন তো এখন কি খাই?
ভাই....
ভেজাল দুধের চাইতে মদেই ভালা
চলেন ভাই মদেই খাই..!
মদেও ভাই ভেজাল আছে
মদ কি আর ধরে গাছে?
মদেও ভেজাল! এ কি খবর,
হ্যা, টিভি- পেপারে ভাসে জবর।
মাঝে মধ্য টিভি,  খবরের কাগজে দেখা যায়,
ভেজাল মদ খেয়ে মানুষ মারেছে চারিদিকে শুধু হায় হায়।
কি খাবো..... তাহলে?
গুরু ভক্ত ভাণ্ডারী বলে
ওরে পাগল....
মদের চেয়ে গাঞ্জা ভালো
কলকির মুখে আগুন জ্বালো।
বলতে চান- গাঞ্জাতে ভেজাল নাই
আগুন ধরাতে-ই হয় ছাই
গাঞ্জাতেও ভেজাল আছে
শোন খোত গুরুর কাছে।
তাহলে কি খাওয়া যায়?
ভাই.... বহু বলে ফেলেছেন
ঐদিকে আর মোটেই বাড়েন না
মদ গাঞ্জা এগুলো খারাপ নেশা
ওগুলোর কথা ছাড়েন না।
আচ্ছা, তাহলে বলেন তো
এখন কি করি?
তার চেয়ে চলেন ভাই...
মদ গাঁজা আর ভেজালের বিরুদ্ধে
আন্দোলন গড়ি।


২১/০৩/২০২০ খ্রিঃ।
সময়ঃ- বিকাল ০৩.৪৫ মিঃ।
স্থান ঃ- ডাঁটিয়ার চর, মরিশাস দ্বীব।