জৈষ্ঠের এই তীব্র কাঠফাটা রোদে
টিনের ছাউনির ঘরের
এক কোণে বসে আছি
হাতে মোবাইল,স্ক্রীনে ফেসবুক
নেটওয়ার্কের খুব সমস্যা,
মাত্র একটা খুঁটি দপ্ দপ্ করছে।
তবুও মনটা আনচান করছে
কখন সানন্দীর একটা মেসেজ আসবে।
এখন বিজ্ঞানের নব নব আবিষ্কারে
পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সাথে
এক নিমেষেই যোগাযোগ সম্ভব হচ্ছে।
প্রায় দুপুর দুটো বাজল,
কথাগুলো ভাবতে ভাবতেই
মোবাইলের স্ক্রীনে একখানি মেসেজ।
ব্যাস,এটুকুই তো চেয়েছিলাম।
সানন্দীর জন্যে আমি,
এইটুকু কষ্ট সহ্য করতে রাজি।