জন্মেছি এই আলোক শহরে নন্দকঘন পরিবেশ
নগ বেষ্টিত প্রাচীর ঘিরে রেখেছে নির্ঝর আবেশ।
রকমারি সাজে সেজেছে রক্তপুষ্পে সেই নগর
যেদিন এসেছি ভবে তবে হয়েছে খ্যাত অঘোর।


চারিদিক তারার মেলা মিটিমিটি মনোরথ জ্বলে
তা দেখে হচ্ছি বড়সড় মরামর ছায়াতলে।
এমনি করে শহরের বুকে সোনার স্বপ্ন বুনি
সুখের জীবনে যাচ্ছি গেয়ে প্রমদ কাননের ধ্বনি।


পাড়াতে পাড়াতে বন্ধু আড্ডা জমেছে অশেষ বেশ
হাতে হাত রেখে নেহাতি মোরা যাচ্ছি অচীনের দেশ।
নিরুদ্দেশ যাত্রা নেই যে বাঁধা নেই শুধু নিকুঞ্জাবাস
পাহাড় পর্বত আমাদের পূর্ণ সঙ্গী তাতেই বসবাস।


ইকোপার্ক জোড়ায়ে বিস্তৃত, চিড়িয়াখানার প্রান্তর
এই শহরে আরো আরো আছে শপিংমলের বন্দর।
প্রায় গোধূলী বেলায় পার্কেই বসে পপ ব্যান্ডের আসর
দেখিতে ছুটে আসে অগণিত কিশোর জোয়ান দোসর।


দেখি প্রতি মোড়ে মোড়ে যান্ত্রিকতার বাহন খেলছে
ট্রাফিকের হুইসেল আর তারি লাঠিসোটা উভয় মেলছে।
উচুঁউচুঁ ভবন এরপরে আসন দেখি  নানা রংয়ের ছাদ  
হরদম প্রীতিকর আহ্লাদে মন যে ভরে প্রতি বিশ্রদ্ধ প্রাত।