এদেশ আমার মাতৃভূমি ধন্য আমি অনন্য,
বেঁচে আছি তোমাকেই ভালোবাসার জন্য।
             বাংলা মায়ের মাটি
             সোনার চেয়েও খাঁটি
সুন্দর তোমার জলাভূমি আরো সুন্দর অরণ্য।


উঁচু নিচু পাহাড় চূড়া নীল আকাশে ঘেরা,
সবুজ বনে ঢাকা পাহাড় এ জগতের সেরা।
             ঢালু তার আঁচলখানি
             রূপসী সবাই জানি
তাকে রেখে চায় না মনে অন্য কোথাও ফেরা।


ঢেউয়ের উপর ঢেউ যখন সাগর জলে উঠে,
ঢেউয়ের জন্য পাগল মন সাগর পাড়ে ছুটে।
             মনের জোয়ার শুরু
             প্রাণটা উড়ু উড়ু
অনেক উঁচু ঢেউ দেখে মনের আশা মিটে।


শীতকালে সাইবেরিয়ার শীতের পাখি আসে,
ভীন দেশের পাখিগুলো জলের উপর ভাসে।
             চোখ ধাঁধানো পাখি
             হৃদয় কোণে রাখি
ঘুম জাগানো মনের মাঝে রূপের ছায়া হাসে।


শ্যামল মাঠে ধানের আঁটি ধরে জনে জনে,
কাটার পর নৌকায় তুলে খাল বেয়ে আনে।
             ধান নদী খাল
             এই তিনের হাল
সারা দেশের রূপের ঝলক কাঁপন ধরে মনে।


সকল দেশের মধ্যমণি অনেক সুন্দর তুমি,
গাছে গাছে ফলের বাহার অতি উর্বর জমি।
             ফুলে বাগান ভরা
             গাছে ফলের ছড়া
বাংলা মায়ের আঁচলখানি আমার মাতৃভূমি।