ধান্ধাবাজি রপ্ত করে
হবে চক্ষুশূল,
অতিশীঘ্র দেখতে পাবে
ধ্বংস বক্ষকুল।
পর ধনে মই দিয়ে
খ্যাতিমান সাজি,
ক্ষণিকের দুনিয়ায়
কেনো ধান্ধাবাজি?


গলাবাজি ক্ষয় করে
যতো প্রতিরোধ,
কুটচাল তর্ক দিয়ে
করি শোধবোধ।
ধন জনে গর্ববোধ
কাঁদা ছুড়াছুড়ি,
আজ আছি কাল নেই
কিসের বাহাদুরি?


লক্ষ্য ছুড়ে কক্ষ পথে
স্বীয় কুলমান,
জ্ঞান বুদ্ধি বদান্যতা
সৃষ্টিকর্তার দান।
রবি শশী গ্রহ তারা
মাঠ ঘাট তীর,
সবকিছুই সৃষ্টিকর্তার
আমি মুসাফির।