এমন যদি হতো--
হাওর বাওর বিলে কিংবা ঝিলে,
বর্ষার পানি আরো একটুখানি
ধরে রাখা যেতো।


শহর নগরের কালো ধোঁয়া ছেড়ে
যাক না কিছু সময় হাওর বিল ঘুরে,
চলন্ত জীবনের ব্যস্ত সব মানুষগুলো
মুক্ত বাতাস নিতো।


জীবনভর শুধু  কাজ আর কাজ,
চারিদিকে হই হুল্লোড় চেচামেচি কোলাহল
নীল আবরণে ফুলবাবুর শুধু শহুরে সাজ,
হই হুল্লোড় ছেড়ে ঘুরে এসে দূরে জলে ভেসে
কিছুটা শান্তি পেতো।