আমরা বীর বাঙালী রিনিঝিনি রিনিঝিনি,
যতো যাই ততো পারি হয়ে বিজয়িনী।।
বিজয়ী নিশান হাতে
ঘোষণা মধ্য রাতে
স্বাধীনতার বিজয় গাঁথা সেই কাহিনি।।


চল যাই দলে দলে বিজয়ের মিছিলে,
হানাদার শত্রুদের পদাঘাতে পিষিলে।
বিজয় নিশান নিয়ে চলো
প্রাণ খুলে কথা বলো
বীরদর্পে জিতে গেলো এই বাহিনী।।


জুলুম করে যুদ্ধ করায় তাদের ছিলো সায়,
মুক্তি পেতে যুদ্ধ ছাড়া ছিলো না উপায়।
বাঁচতে হলে ভাতে মাছে
চলো যাই তাদের কাছে
আঁচল ধরে চেয়ে আছে মোদের জননী।।


বাঙালীরা বীরের জাতি নয় যে কাঙালি,
স্বাধীনতার স্বপ্নে বিভোর আমরা বাঙালী।
মুক্তিযুদ্ধের আগে পরে
সমর্থনটা আদায় করে
বিজয় গাঁথা স্বীকার করে এই ধরণী।।