মেঘের ভেলা ভেসে যায় হেসে যায় মেঘ,
জল ঝরিয়ে মেঘ বলে তোরা এসে দেখ।
         মেঘে মেঘে আকাশ ভরে
         যখন তখন বৃষ্টি ঝরে
মুষলধারে বৃষ্টি ঝরে ভরে উঠে লেক।


আষাঢ়ে এই দিন যেনো মেঘ বৃষ্টি খেলা,
রিমিঝিম জল ঝরেই কাটে সারা বেলা।
         বাদল যেনো পেয়ে বসে
         মেঘের ভেলা বৃষ্টি খসে
আকাশ পানে মনে হয় মেঘ বৃষ্টি মেলা ।


মুষলধারে বৃষ্টি দেখে মনটা ভরে উঠে,
মন আনন্দে ছুটাছুটি ক্ষণে ক্ষণে ঘটে।
         খুশির বেগ বয়ে যায়
         বৃষ্টির জল বৃদ্ধি পায়
আকাশ থেকে খসে পড়া বৃষ্টি দেখে ছুটে।


দিনভর প্লাবন মেঘে ভেসে যায় জলে,
মাঠঘাট সবই ভরে ভরা বর্ষা হলে।
         গাছপালা তরুলতা
         জলে পায় কোমলতা
ডালপালায় ভরে উঠে তার শাখা মেলে।


দেখা যায় কদম গাছে শাখা ভরা ফুল,
দৃষ্টিনন্দন সব ফুল চকচকে গোল।
         করো যদি কদম চাষ
         মোহিত করে সারা মাস
আষাঢ়ে এই বর্ষা পেয়ে পানি টানে মূল।


হেসে খেলে শিশুকিশোর জলে লাফ দেয়,
জল থেকেই কত সুখ মন ভরে নেয়।
         বৃষ্টি জলের ছোঁয়া পেয়ে
         জল কাদায় নেচে গেয়ে
জলকেলিতে ক্লান্ত মনে শান্ত হয়ে যায়।