কড়া নয় পরা নয়, মাঝখানে থেকো,
আশ্বাসের পাশাপাশি, বিশ্বাসটা রেখো।
কড়া হয়ে কেনো তুমি, চড়া মূল্য দেবে,
যুদ্ধহীন পরাজয়, কেনো মেনে নেবে ?
মনে থাকা বিশ্বাসটা, মাঝামাঝি ভালো,
আশ্বাসের মূল্য দিয়ে, পাবে তুমি আলো।


কোন মাসে ফল পাকে, পাখি সব জানে,
দূরদেশ পাড়ি দিয়ে, আসে ফল পানে ।
গাছে গাছে পাকা ফল, দেখে দেখে খায়,
ফল খেয়ে শেষ হলে, উড়ে চলে যায় ।
পাকা ফল খেয়ে গেলো, তা তো নয় মিছে,
দল বাঁধা পাখিদের, বিশ্বাসটা আছে ।


লোক মুখে কথা শুনে, মনে নাড়া খাও,
ঘটনাটা সত্য কিনা, বুঝেশুনে নাও ।
যার বেশি তাড়া আছে, আগেভাগে যায়,
বিশ্বাসটা বেশি বলে, গিয়ে ধাক্কা খায় ।
ভালো ফল নাই জুটে, কেনো তবে তাড়া?
বিশ্বাসটা কম বলে, খালি হাতে ফেরা ।


ভাল কাজে ভাল ফল, মন্দ কাজে মন্দ,
স্বার্থ থেকে শুরু হয়, রাজা প্রজা দ্বন্দ্ব ।
আশ্বাসটা যাকে দেবে, তার কাছে যাও,
নিজ গুণে খাঁটি  মনে, কাজ করে দাও ।
ভালোভাবে কাজ শেষে, তাঁর দেখা পাবে,
কাজ করার মূল্যটা, যথাযথ দেবে ।


সৎ পথে কোন কাজে, কানি ধরে যাবে,
খাঁটি  মনে বিশ্বাসের, ফল তুমি পাবে ।
নিজে দেয়া আশ্বাসের, মূল্য দিতে শেখো,
থাকে যদি ধ্যান জ্ঞান, বিশ্বাসটা রেখো ।
কাজকর্মে দিন রাত, মনে রাখা চাই,
আশ্বাস আর বিশ্বাস, খাঁটি দুই ভাই ।