ঝড়ে মানুষ ঘুরে  দাঁড়ায়, বুঝতে পারে পরে,
ঝড় তাকে চরে ফেলে, কি নিয়েছে ঝড়ে।
ডিম পাড়ে বাচ্চার জন্য, কাকের বাসায় কোকিল,
চুরি করে চোর যায়, পরে আসে উকিল ।
উষ্ম দিয়ে কাক যখন, পরের বাচ্চা পোষে,
কোকিল তখন উঁচু ডালে, পাকা ফল চুষে।


কাজ করার আগে তাই, ভেবে নিতে হবে,
কথায় কাজে মিলে গেলে, শুরু করা যাবে।
তা নাহলে কাকের বাসায়, কোকিল ছানাই হবে।
পরের সম্পদ দেখে দেখে, জীবন চলে যাবে।
যতই দেবে উঁকি ঝুঁকি, নিজের গোয়াল শূন্য,
পরের জোয়াল কাঁধে নিয়ে, পরকে করবে ধন্য ।


ভাবনা ছাড়া কাজ করোনা, বোকা কাকের মত,
নিজের বুঝেই নিজে কর, যত ইচ্ছা তত ।
ধরে রাখো সৎ পথ, পথের দিশা পাবে,
শ্রম দাও ঘাম ছেড়ে, যত মনে চাবে ।
কাঠঠোকরা শ্রম দিয়ে, ঠোঁটে গাছ কাটে,
কাঠুরিয়া কুঠার দিয়েই, কেটে গাছ বাটে ।


ভাল ভাবে বাঁচার জন্য, আত্মবিশ্বাস বাড়াও,
নিজ বুদ্ধি খরচ করে, নিজের আলো ছড়াও ।
পরের বুঝে কেনো দেবে, পাকা ধানে মই,
পুকুর জলে মাছও বুঝে, পুকুর তলা কই?
সৎ পথে চলার জন্য, নিজের ইচ্ছাই বড়,
নিজের কাজ নিজে করে, সোনার বাংলা গড়।


হাত গুটিয়ে বসে থেকে, পরের আশা ছাড়,
তোমার কাজ হাত বাড়িয়ে, শক্ত ভাবে ধর ।
স্বাধীন দেশের নাবিক তুমি, স্বাধীন ভাবে চলো,
সূক্ষ্ম চিন্তা মাথায় নিয়ে, মেপে কথা বলো ।
ঝরে যাওয়া সকল জিনিস, উড়ে আসবে ঘুরে,
সবুজ উদ্ভিদ দেখতে পাবে, শুকনা বালুর চরে ।