কয়লা কালো লোকটার মন
ধুইলেও যায়না ময়লা,
বনবাদাড়ে ঘুরে পুড়ে পুড়ে
অন্তর পুরোটাই কয়লা।
চড়া মাথাটা হিংসায় পূর্ণ
পঁচা মাকালে ভরা,
গন্ধে গন্ধে বিষাক্ত পরিবেশ
গন্ধটা অনেক চড়া।


অভাব নাই তবুও স্বভাবটায়
শেয়াল কুকুরের টান,
স্বভাবটা হতো ঈগলের মতো
থাকতো যদি মান।
তার স্বভাবটা মন্দ বলেই
অন্ধরাও নাক সিঁটকায়,
আমজনতা রাস্তায় দেখলেই
তিনবার ঘাড় মটকায়।


তারে দেখলে আড়ালে যাই
হাতটায় মুখ লুকাই,
সাঁতার কাটলে উঁচু মাথাটা
যেমনে জলে ঢুকাই।
উপরে উপরে কমলার রঙ
ভেতরে শুধুই ছাই,
আমার দেখা এমন অমানুষ
হাজারেও একটা নাই।