নিজের গাছে পাকা আম, তাও খেতে জানে না,
নিজের আম পরে খায়, তবু থাকে আনমনা।
পরের গাছের খবর নেয়, বোকার স্বর্গে বাস,
নিজ বাগানে উদাসীন,  আছে বারো মাস।
হাওয়াই মিঠার কত ওজন, দেখেই বুঝা যায়,
যারা বেশি চালাক চতুর, এক ঘষাতেই খায়।


এমন কিছু পাগল ছাগল, সব জায়গাতেই আছে,
নিজের ভিটে উদাম রেখে, পরের কথায় নাচে।
প্রাপ্য পাওনা ছেড়ে দেয়া, কেউ কি তা চায়?
বেরিয়ে আসে অযোগ্যতা, এটাই প্রকাশ পায়।
গাছে চড়ার এমন সুযোগ, কেনো দিলে ছেড়ে?
উপোষ থেকে পরকে দিলে, নিজের ভাত বেড়ে।


সাহস নিয়ে এগিয়ে যাও, পাবে মজা তাতে,
রুচিবোধের মজার খাবার, আসবে নিজের পাতে।
এগিয়ে গিয়ে নিজের ঘর, দখল নিয়ে দেখো,
মনের জোরে চড়াও হয়ে, দখল নেয়া শেখো।
মজার খাবার খেয়েদেয়ে, মনটা করো ভারী,
সামনে যাওয়ার সঠিক রাস্তা, পাবে তাড়াতাড়ি।


বানর নাচে ডালে ডালে, তুমি কেনে নিচে?
তোমার গাছে বানর নাচ, হাসে লোকে পিছে।
ধাওয়াকারী নাচাতে হলে, নিজে নাচা চাই,
নাচা ছেড়ে দাঁড়িয়ে গেলে, পাবে আঘাতটাই।
বাঁচতে হলে গাছে চড়ো, লেজটা টেনে ধরো,
সাবান শ্যাম্পু গায়ে মেখে, গায়ের পোকা মারো।


মুকুল থাকতে কীটনাশকে, আমের  পোকা তাড়াও,
সাহস নিয়ে হামলাকারীর, কাছে গিয়ে দাঁড়াও।
সামনা সামনি চোর ডাকাতের, সাহস অনেক কম,
মাথার উপর লাঠি তোল, যাবে ওদের দম।
ইঁদুর আত্মা সাথে নিয়ে, মানুষ হবে কবে?
সারা জীবন লুকিয়ে থেকে, অপদার্থই রবে।