আগস্ট তোমায় মনে রাখি সারা বছর ধরে,
জাতির পিতার স্বপ্ন ভঙ্গ ভুলি কেমন করে?
বছর ঘুরে আমি যখন তোমার দেখা পাই,
ঘোর কলঙ্ক মাথায় নিয়ে চোখ দু'টি ভাসাই।
১৫-ই আগস্ট মনে জাগে সেই ব্যথাটা আসে,
গায়ে পরা জামাকাপড় চোখের জলে ভাসে।


জীবনভর কালো অধ্যায় মাথায় বয়ে যাবো,
এমন মাসে মনের শান্তি কেমন করে পাবো?
এগারো মাসে বছর হলে তোমায় ভুলা যেতো,
ভুলতে পারলে এই মনটা একটু শান্তি পেতো।
আমরা এখন বেঁচে আছি তোমার ছায়া নিয়ে,
যে ছায়াটা মোছা যায় না রাখি কোথায় গিয়ে?


মিষ্টির মুখে লবণ ছিটা, বাড়ে যেমন তিতা,
যাওয়ার কোন জায়গা নাই ছেড়ে বসত-ভিটা।
চোরের মুখে কালি মাখলে এই কলঙ্ক থাকে,
আগস্ট মাসের সেই কালি সবাই মনে রাখে।
যতো তোমায় ভুলতে চাই, ভুলা তবু যায় না,
ভুলার জন্য আমার মনে যতো আসুক বায়না।


বাংলা মায়ে ধুঁকে ধুঁকেই জীবন বেঁচে আছে,
তোমার গ্লানি মাথায় নিয়ে ক্ষত নিয়েই বাঁচে।
১৫-ই  আগস্ট সামনে এলে হৃদয়ে রক্ত ঝরে,
জাতির পিতার দুঃখ গাঁথা শোকটা ঘরে ঘরে।
তোমার কথা স্মরণ করে মনে আগুন জ্বলে,
ঘাতক দালাল খোঁজে খোঁজে হন্যে হয়েই চলে।


মনের দুঃখে মনটা বলে আগস্ট কেনো আসে,
আগস্ট কেনো বেঁচে রইলো ঋতুর বারোমাসে?
ব্যথা, কঠিন ব্যথা মনের,  দহন করেই চলে,
ঘাতক দালাল শাস্তি পেলে কিছুটা শান্তি মিলে।
তাই তো বলি আগস্ট তুমি আর কতো কাঁদাবে?
প্রতিটা বছর ঘুরে ঘুরে গ্লানির দড়ি বাঁধাবে ।