স্বাধীন দেশের পতাকা আজ, ঘরে ঘরে উড়ে,
কারো বাড়ির আঙ্গিনায়, কাছে কিংবা দূরে।
হাওয়ার বেগে ছুটে যায়, গাড়ির মাথায় চড়ে,
বাঁশের খুঁটি দখল করে, পদ্মা মেঘনার পাড়ে।
২৬ মার্চ সারাদেশে, তাকেই পাওয়া যায়,
পুরো জাতি ঐক্যবদ্ধ, রক্ষার প্রতিজ্ঞায়।


বহু কষ্টের স্মৃতি এ যে, স্বাধীনতার অহংকার,
লাল সবুজে লুকিয়ে আছে, কষ্টের স্বাধীকার।
দীর্ঘ ৯ মাস ত্যাগ তিতিক্ষার, যিনি রূপকার,
স্বাধীন জাতির, জাতির পিতা, স্বীকৃতি জনতার।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাই, স্বাধীন দেশের নাড়ি,
জান দিয়েছে মান দিয়েছে, তাঁদের স্মরণ করি।


স্মরণ করি বরণ করি, এখনো যাঁরা বেঁচে,
আমরা সবাই চিরঋণী, মুক্তিযোদ্ধার কাছে।
বাংলা মায়ের ইজ্জত রক্ষায়, যাঁরা দিলেন প্রাণ,
স্মরণ করি নাকে টেনে, লাল সবুজের ঘ্রাণ।
প্রাণে বেঁচে এই ধরাতে, যত দিন-ই থাকবো,
তাজা রক্তের ভূমি ছুঁয়ে, তাদের মান রাখবো।


সোনার বাংলার স্বপ্নে বিভোর, এই মাটিকে ঘিরে,
জাতির পিতাও চলে গেছেন, আজ আমাদের ছেড়ে।
স্বাধীন দেশের স্বপ্ন সারথি, টুংগিপাড়ায় ঘুমিয়ে,
পঁচাত্তরের ঘাতক দালাল,  দিলো স্বপ্ন থামিয়ে।
ঘাতক দালাল নির্মূল করে, তবেই শান্তি পাবো,
সোনার বাংলার স্বপ্ন তোমার, এগিয়ে নিয়ে যাবো।


২৬ মার্চ আমজনতা, পতাকা হাতে নেই,
আকাশ পানে উড়িয়ে দিয়ে, মনে শান্তি পাই।
ভিজতে দেবো না এই মাটিকে, দালাল চক্রের বিষে,
দুঃস্বপ্নকে বিদায় করবো, পায়ের তলায় পিষে।
তাই তো আমরা পণ করেছি, ছুঁয়ে মাথার কেশ,
নতুন ভাবে গড়ে তুলবো-ই, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
>>>২৬/০৩/২০২২
        বিকালঃ ৩-৪০