জন্মই যখন শ্মশান ঘাটে
আমরা গাছের তলে,
শাল কম্বল যাই মোড়াক
বেজন্মাটাই বলে।
কিল ঘুষি যতোই মারো
গায়ের চামড়া মোটা,
চাঁদে গেলেও তাদের হাতে
বাথরুমের লোটা।


কুত্তার লেজ সোজা করা
এতো সহজ না,
দই মিষ্টি নাকে শুঁকে
খায় পায়খানা।
শকুন উকুন তিন শয়তানে
গড়ছে কারখানা,
তিন শয়তানের শয়তানিতে
পিষ্ট সজ্জনা।


শকুন উকুন দেখতে চাইলে
হোগলাতলায় যাও,
রাতের বেলায় হোগলাতলায়
ভিড়াও তোমার নাও।
সারাটা রাত হোগলাতলা
তপ্ত উত্তপ্ত,
খুব সহজে করছে ওরা
শয়তানিটা রপ্ত।


পরের বাড়ির কাচ্চি দেখে
জিহ্বা পুড়ে শেষ,
শকুন উকুন যুক্তি করে
দখল করবে দেশ।
উত্তপ্ত সেই হোগলাতলায়
তিন শয়তানের বাস,
লেজটা কেটে শকুন উকুন
করতে হবে হ্রাস।