মন প্রাণ খুলে দেখো শোভাময় বীথি,
ডালে ডালে পাখি গায় নেই রীতিনীতি।
কাজ রেখে আজ দেখি কতো ফুল পাখি,
দোলে মন দোলে ক্ষণ আঁখি জল রাখি।


গাছে গাছে ফুল ফল দোলে খায় ঝুল,
পৌষ মাসে চোখে ভাসে লাল গেন্দাফুল।
শীত গ্রীষ্ম ঋতু ভেদে নানা ফুল ফুটে,
দিন শেষে পূর্ণিমায় পূর্ণ চাঁদ উঠে।


জল ঘেঁষে সাদা বক পাখা নেড়ে উড়ে,
কূল ঘেঁষা লোকালয় তার কিছু দূরে।
দলে দলে বক দেখে নেচে উঠে মন,
তরী চলে দাঁড় বেয়ে দেখি সারাক্ষণ।


জল পড়ে পাতা নড়ে প্রাণে লাগে দোল,
বেলা শেষে মেলা বসে বেজে উঠে ঢোল।
সারি গান জারি গান শীতে জমে বেশ,
মনে গেঁথে জমা হয়ে মনে থাকে রেশ।


বর্ষা এলে মাঠে ঘাটে কাদা পানি পাই,
চটি জোড়া হাতে নিয়ে পায়ে হেঁটে যাই।
টলটলা জল দেখে মন প্রাণ ভরে,
ঘুরে দেখে দূরে যাই যত মনে ধরে।


প্রাণময় গান হয় সুর তাল মিলা,
ঘরে বসে বুঝা ভার বিধাতার লীলা।
শুরু থেকে বুড়ো হয় বয়সের ভারে,
রঙ্গ মেলা ভঙ্গ করে যায় পারাপারে।