বহু কষ্টের স্মৃতি এ যে বিজয়ের অহংকার,
লাল সবুজে লুকিয়ে আছে কষ্টের স্বাধিকার।
লাখো লাখো বীর যোদ্ধার
নয়টি মাসের যুদ্ধ গাঁথার
একাত্তরের ত্যাগ তিতিক্ষার জাগ্রত জনতার।


লক্ষ যোদ্ধার জীবন গেছে কেউ বেঁচে আছে,
আমরা সবাই চিরঋণী মুক্তিযোদ্ধার কাছে।
বাংলা মায়ের মাটির টানে
জীবন বাজির যুদ্ধে আনে
বিজয় উল্লাস মনে প্রাণে হৃদয় কোণে নাচে।


স্বাধীনতা তুমি জেগে আছো লাল সবুজে ঘিরে,
আমরা এখন বেঁচে আছি লাল বৃত্তের নীড়ে।
ফাগুন মাসেও নাই ফাগুন
জ্বলে আছে মনের আগুন
বিজয় মাসে বাড়ে দ্বিগুণ বুকের পাঁজর ছিঁড়ে।


স্মার্ট বাংলার স্বপ্নে বিভোর স্বপ্ন পূরণ হবে,
এই ভিশন সামনে রেখে করবো কাজ সবে।
কাজ করবো ভিশন ধরে,
সোনার বাংলা স্মার্ট করে
আলো ফুটবে ঘরে ঘরে থামবো তখন তবে।


ঘাতক মুক্ত সোনার দেশ বাস্তবায়ন চাবো,
ঘাতক দাদাল নির্মূল কর তবেই শান্তি পাবো।
জ্ঞান বিজ্ঞান করে প্রসার
আলোকিত শ্রম বাজার
স্মার্ট বাংলার স্বপ্ন আমার এগিয়ে নিয়ে যাবো।