মনে যদি সুখ থাকে প্রাণে উঠে সুর,
সুখ যার সেই বুঝে কতো সুমধুর।
মনে সুর উঠে যায়
সুরে সুরে সুখ পায়
জল ছাড়াই দাঁড় বায় যেতে বহুদূর।


বন্ধু হয়ে সাথে থাকে ভালোবাসে যাকে,
রবি শশী গ্রহ তারা পদতলে রাখে।
ঝালমুড়ি হাতে রেখে
লোনা জল দেখে দেখে
ভালোবাসার ছবি এঁকে মনে রঙ মাখে।


বালুচরে হেঁটে হেঁটে কেটে যায় বেলা,
প্রেমে পড়ে কথা বলে রাত হয় মেলা।
দিনভর সুখ ঝড়ে
শুভদিন পার করে
উড়ু মনে টেনে ধরে সুখ সুখ খেলা।


ভাবনাটা দীর্ঘ হয় শীতলতা ঝরে,
ছোট ছোট কষ্টগুলো সুখ ঝড়ে মরে।
সব কাজ ভালো লাগে
সুখ গাঁথা মনে জাগে
ভালোবেসে আগেভাগে সোজা পথ ধরে।


মনে থাকা কথাগুলো মেপে বলে যায়,
বন্ধুসহ একসাথে ঝালমুড়ি খায়।
তাকে দেখে ছুটে আসে
মন দিয়ে ভালোবাসে
পাশে নিয়ে বিশ্বাসে ঘুরে সুখ পায়।


মন ভরে সুখ পেতে প্রেম করে থামি,
ঝালমুড়ি হাতে নিয়ে বালুচরে নামি।
প্রেমে পড়ে সুখ যার
মনে পড়ে বারবার
প্রেমে শুধু আস্থা আর বিশ্বাসটা দামী।