জ্ঞানের আলো মনে নিতে বই নাও হাতে,
গুণীর মতো জ্ঞানী হতে পড়ো মধ্যরাতে।
দিনের শেষে মধ্যরাতে  নির্জনতা পড়ে,
পাঠক মনে স্মৃতির পাতা দ্রুতালয়ে ভরে।


মহাপুরুষ যারা হন মহা কাজ করে,
অগণিত বই পড়েন সারাজীবন ধরে।
বইয়ে আছে পড়ার মজা আছে ছন্দ কথা,
স্মৃতির পাতা পূর্ণ হয়ে কাটে দূর্বলতা।


পাঠকের জ্ঞানের ভিত শক্তভাবে গড়ে,
পড়ে পড়েই বিজ্ঞ হয় অজ্ঞ শূলে চড়ে।
বইয়ের কথা রপ্ত করে মহাজ্ঞানী হয়,
মহাজ্ঞানী গুণ দিয়েই করে বিশ্বজয়।


জ্ঞানীগুণীর জ্ঞান থেকে ছন্দ জেগে উঠে,
ছন্দ দেখেই মন্দ মানুষ অন্ধ হয়ে ছুটে।
মন্দ মানুষ ছন্দ পেয়েই মন্দ থেকে ভালো,
মন্দ কাজটা বন্ধ হয়ে তাতে ফুটে আলো।


দুধ ছাড়া যেমন দেখি হয়না কোনো দই,
প্রাতিষ্ঠানিক সব শিক্ষার মূলে আছে বই।
বইমেলা সুযোগ দিলো চলো তবে যাই,
ভালো বই কিনতে পারি যে যেমন চাই।


বইমেলার স্টলে স্টলে যতো হেঁটে যাবে,
জ্ঞানীগুণীর সব কথা বইয়ে তুমি পাবে।
জ্ঞানী হতে বই পড়েই করে জ্ঞান চাষ,
মহাজ্ঞানীর মহাকাজ গড়ে ইতিহাস।