কাল যাবো বন্ধুর বাড়ি, বন্ধু এখন দেশে,
পাড়ার সব ধনী গরীব, সবার সাথে মেশে।
বন্ধু খুব ভালো মানুষ, ভালো তার কাজ,
তার বাড়ি আছে পুকুর, আছে পঙ্খিরাজ ।
পঙ্খিরাজের পিঠে চড়ে, পুকুর পাড়ে ঘুরে,
জলে নেমে সাঁতার দেবো, বহু সময় ধরে।


পুকুর পাড়ে তেঁতুল গাছে, দিনে বাদুর ঝুলে,
সন্ধ্যা হলে বেরিয়ে যায়, বাদুর দলে দলে ।
আঁধার দেখে উড়ে বাদুর,দেখে লাগে ভালো,
বাদুর উড়া বন্ধ হয়, যখন জ্বালায় আলো ।


পুকুর পাড়ে জাম গাছ, তার পাশেই ঘাট,
পুকুরের দক্ষিণ পাশে, আছে খেলার মাঠ।
খেলার মাঠে চলে খেলা, সারা বছর ধরে,
ঘাটে এসে বিশ্রাম নেয়, যারা খেলা করে ।
খেলা শেষে শিশু কিশোর, পুকুর জলে নামে,
ঘন্টা ধরে সাঁতার কাটে, পরেই তারা থামে ।


বন্ধুর বাড়ি চেয়ে দেখে, যে কেউ মুগ্ধ হয়,
মুগ্ধ হয় সকল স্বজন, করে অন্তর জয় ।
প্রকৃতিকে ভালো রাখতে, করো সবাই চেষ্টা,
উচ্চ শ্রেণীতে উঠে যাবে,এ সোনার দেশটা।