এই বন্যায় কান্না আসে
          নদীর বাঁধ ভেঙ্গে গিয়ে
                    মাল সামানা সবই ভাসে।
ফসলের মাঠ ভাসিয়ে
          বন্যা যখন ধেয়ে আসে
                    লোকসানটা জমি চাষে।
কাঁধে নিয়ে বালুর বস্তা
          বাঁধ রক্ষার চেষ্টা করে
                    ধনী গরীব মিলেমিশে।
ঘরবাড়ির চতুর্দিকে
          বাড়ি রক্ষায় মাটি ফিকে
                    শেষ চেষ্টা মাটি ঘষে।
স্রোতের তোড়ে সব ভাসিয়ে
          চেষ্টা করেও দিশেহারা
                    সব চেষ্টাই জলে পিষে।
তেড়ে আসা জলের ধাক্কায়
          একূল ওকূল সবই হারা
                    বাড়িঘরের মাটি ধসে।
ঘর-সংসার জলের নিচে
          বন্যার জলে গলে পঁচে
                    প্রাণ বাঁচলো টানে এসে।
সহায় সম্বল সব হারিয়ে
          অল্প কিছু মাথায় নিয়ে
                    আশ্রয় কেন্দ্রে অবশেষে।
আক্রান্তদের কষ্ট দেখে
          আমজনতা এগিয়ে আসলো
                    দুর্গতদের ভালোবেসে।
দুঃশ্চিন্তায় নিঃস্বজনরা
          বাঁচার ইচ্ছায় সাহস পাবে
                    সবাই যদি থাকি পাশে।