গাছপালা ফুল ফল আছে তরুলতা,
পাখি সব করে রব ভাঙ্গে নিরবতা।
         গাছে গাছে পাখি থাকে
         থেমে থেমে ওরা ডাকে
পাখিদের রব শুনে খোঁজে বনলতা।


চেয়ে চেয়ে যাই দেখি মন ভরে যায়,
ফুল ফল ঝুলে আছে গাছে শোভা পায়।
         মাঠঘাট গাছে ভরা
         গাছে আছে ফল ধরা
তাজা ফল ফেলে রেখে ফিরে আসা দায়।


সবুজের সমারোহ সব দিক ঘিরে,
ছেয়ে আছে তৃণলতা ফিরে দেখি নীড়ে।
         ঘরবাড়ি মাঝে থাকে
         গাছপালা ঘিরে রাখে
ঘরবাড়ি দেখে দেখে হেঁটে যাই ধীরে।


কাছে দেখে তাজা ফুল ঘ্রাণ নিতে যাই,
তাজা ফুল হাতে নিলে তার ঘ্রাণ পাই।
         ঘ্রাণ পেয়ে মন ভুলে
         দোলে মন ফুলে ফুলে
নাটোরের ফুল দেখে থেকে যেতে চাই।


সবুজ আর সবুজে চোখ যেনো দোলে,
গাছে গাছে থোকা থোকা পাকা ফল ঝুলে।
         পাখি সব রব তুলে
         সবকিছু যাই ভুলে
বেজে উঠে মনে গান গাই মন খুলে।


যদি চাও এসে যাও বনলতার দেশে,
তাজা ফুল গুজা আছে কিশোরীর কেশে।
         যতদূর চোখ যায়
         সবুজের সুখ পায়
মন প্রাণ শপে তুমি দেবে অবশেষে।