বৈশাখ মাসে বাড়ি যাবো তোমার দেখা পাবো,
তোমার জন্য শাড়ি গয়না সবই নিয়ে যাবো।
আনবো সাথে শাড়ি গয়না
যতো আছে আরো বায়না
ভালোবাসা তোমার পাবো আমি যতোই চাবো।


কবে আসবে বৈশাখ মাস প্রাণ আমার যায়,
তোমার ডাকে প্রেমে দিলো আমার মন সায়।
প্রেম যখন সারা দিলো
আমার মন কেড়ে নিলো
সারাটা দিন আমার মন প্রেমের বৈঠা বায়।


প্রেম করে ব্যাকুল হলো আমার মন প্রাণ,
কূল নাই কিনারা নাই সাজানো বাগান।
ভালোবাসা যতো নেবে
ততো তুমি আমায় দেবে
তোমার সাথে মিলেমিশে প্রেমে রাখবো মান।


ঘুমের ঘোরে মধ্য রাতে স্বপ্ন দুয়ার খুলো,
দূরে থাকায় স্বপ্নে এসে প্রেমের পাল তুলো।
মনের কোণে প্রেম আসে
ভালোবাসা ছায়ায় ভাসে
আমার পাশে ছায়া হয়ে মনের কথা বলো।


ছায়া হয়েই কাছে এসে স্বপ্নে ভাসাও তরী,
মধ্য রাতেই আরো বেশি তোমার প্রেমে পড়ি।
ভেবে ভেবেই রাত যায়
তোমার ছায়া কাছে পায়
বৈশাখ এলে ছুটি পেলে তবেই যাবো বাড়ি।  


ছায়া প্রেমের কায়া নাই কায়াটুকুই বাকি,
তার পরেও সারারাত ছায়ার সাথে থাকি।
দিনটা যায় রাত আসে
রাতটা হলে ছায়া ভাসে
বন্ধু আমার দূরে বলে ছায়াই সাথে রাখি।