পাপের কারণে আছে যার ভয় বিধাতার,
ইবাদতে রাত কাটে তার দিনে রোজাদার।
সৃষ্টির নিয়ামত স্মরণ করে যে খোদার,
তাঁর হুকুম পালন করে বন্ধ পানাহার।


সারাদিনের সিয়াম শেষে ইফতার বসে,
হৃদ আনন্দে বন্যার ছোঁয়া পিত্ত চিত্ত রসে।
মনের গহীনে দোলা লেগে খেলা করে যায়,
খোদার হুকুম রক্ষা করে চিত্ত সুখ পায়।


ফিতরা দিয়ে আত্মার পানে করে সংযম,
কাতর মনটা সদা থাকে ভয়ে থমথম।
মন্দটাকে পরিহার করে তার যত সাজ,
সৎ পথটা আঁকড়ে ধরা মুমিনের কাজ।


বুঝতে শেখায় অভাবের কত জ্বালাতন,
রোজাদার এই সংযম করে আমরণ।
মুমিনেরা করে রমজানে অকাতরে দান,
গরীবের তরে দান করে হয় পূণ্যবান।


খোদার করুণা ভিক্ষা করে দিন করে পার,
রোজাদারের শিক্ষাই হলো মনোসুখ ছাড়।
দানের দ্বারা আদায় করে যার যতো হক,
কাজ করে মরণ চিন্তায় ছেড়ে বকবক।


আজীবন খোদার কৃপায় যে করেছে পার,
মুমিনের জন্য সদা খোলা তাঁর দরবার।
সারাটা জনম সৎ পথে ঠিক রাখে দম,
মুমিনকে রোজাই শেখায় আত্ম সংযম।