ভালোবাসা যত চাও কোনো বাধা নাই,
রাত হলে চোখ বুজে তোমাকেই পাই।
প্রেম করে জাগরণ
কেনো তবে অনশন
দূরে থেকে এই মন পুড়ে করো ছাই?


ভোর হলে রবি উঠে ছুটে চলে মন,
ছায়া হয়ে কাছে থাকো তুমি সারাক্ষণ।
মন শুধু খুঁজে যায়
তুমি বুঝো কি যে চায়
ঝিম ধরে ছায়া পায় নেই দেহ মন।


আনমনে দিন যায় ভাবনাটা জাগে,
ভালোবেসে মন দিয়ে আছো কোন রাগে?
এই মনে যত আশা
রাতজাগা ভালোবাসা
ভাবনাটা কীর্তিনাশা উঠে কুসুমবাগে।


মন প্রাণ সঁপে দিয়ে ছায়া নিয়ে থাকি,
ভোলা মন ভেলাটায় কায়াটাই বাকি।
ভেলাটায় জল উঠে
কবে নেবে লুটেপুটে
ঠাঁই দেবে কোন ঘাটে সেই ছবি আঁকি।


সাধা ভাত পাতে নাও চোখ কান খুলো,
মনে যতো কথা আছে কানে কানে বলো।
ভালোবাসা সীমাহীন
ফুঁক ছাড়া বাজে বীণ
মন থেকে তা-ধি্ন-ধিন্ প্রেমে সুর তুলো।


চাঁদ দেখে রাত যায় রবি দেখে দিন,
এই মনে ভালোবাসা আছে সীমাহীন।
দিন নাই রাত নাই
কাছে শুধু ছায়া পাই
সাথী শুধু ছায়াটাই কায়া-চিত্তহীন।