কথা আসে মন থেকে চোখ তার ভাষা,
খালি চোখ খুঁজে নেয় তিল তিল আশা।
মন জুড়ে কথা জমে গড়ে তুলে সাজ,
চোখ বলে কথাগুলো তার কারুকাজ।
অনুভবে বুঝে নাও চোখ দেখে মন,
দেখে নাও সেই চোখে কোন প্রলোভন।
হৃদয়ের সব কথা চোখ থেকে ফুটে,
বুঝে নাও ইশারাটা কোন দিকে ছুটে।
ব্যাথা নিয়ে যার চোখে ঝরে অভিমান,
আনমনে শুরু করে বেদনার গান।
মন ভরা অভিমানে কোন গান গায়,
চোখ বেয়ে জল পড়া দেখে বুঝা যায়।
সাদা চোখ লাল করে রাগ ক্ষোভ ঝাড়ে,
লাঠিসোঁটা না থাকলে হাত দিয়ে মারে।
গাঢ় লাল চোখ দেখে রাগ বুঝা যায়,
কাছে থেকে যারা দেখে তাকে ভয় পায়।
প্রলোভনে যার চোখ কামনায় ভরা,
কাছাকাছি যেই যায় সেই খায় ধরা।
মনে যদি সুখ থাকে ভালো যায় ক্ষণ,
মৃদু হাসি চোখে পড়ে জাগে শিহরণ।
চোখ দেখে প্রেমে পড়ে হৃদয়ের টানে,
চার চোখ মেল বাঁধে সুর তুলে গানে।
মায়া ভরা চোখ দেখে ফুটে উঠে হাসি,
হাত ধরে বলে উঠে আমি ভালোবাসি।