জুটি বেঁধে প্রেমের ধান্ধায় করো সময় পার,
কলেজ জীবন পার হলেই জীবন অন্ধকার।
পাবে না চান্স ভার্সিটিতে সবাই দেবে ছুটি,
অর্থাভাবেই ভেঙ্গে যাবে এই জীবনের জুটি।
জুটি বেঁধেই সময় যখন করছো নষ্ট সবে,
দু'বছর পেরিয়ে গেলে সাথে আছে কে কবে?


সময় থাকে না তো থেমে দ্রুতই চলে যায়,
স্মৃতির ফ্রেমে বন্দিশালাই যেনো মূল উপায়।
নির্ধারিত সময়ের পর সবাই কাটা পড়ে,
এ জগতের এটাই নিয়ম, নিজ মাথায় চড়ে।
দু'বছরের কলেজ জীবন যে লাগাবে কাজে,
জীবন গতি পাল্টে গিয়ে সে ভাবে তা সাজে।


উড়ু উড়ু মনটা নিয়েই করে কলেজ পার,
পিঠে ভারী ব্যাগটা নেই শৃঙ্খলা নেই তার।
মাদকের সাথে জড়ায় যে দেখে সে অন্ধকার,
চেষ্টা করেও আর ফিরে না বুঝেও পরিষ্কার।
ধান্ধাবাজির খেলায় থেকে সময়ের অপচয়,
কলেজ থেকে বেরিয়ে বুঝে জীবন বিষাদময়।


উচ্চ শিক্ষায় গিয়েই দেখে নিয়ম মানা হয়,
নিয়ম মেনেই খেটে খুঁটে এড়ায় পরাজয়।
এ নিয়মটা কলেজ থেকে যারাই মেনে আসে,
উচ্চ শিক্ষায় ভালো করে সুখ সাগরে ভাসে।
বয়স বাড়ার সাথে সাথে সবই বুঝতে পারে,
সময়ই তাকে চাপিয়ে দেয় সব দায়িত্ব ঘাড়ে।


স্কুল জীবন পার হলেই বুঝ টা আনো মাথায়,
এ জীবনটা পার করো না জুটি বাঁধা ছাতায়।
জুটি বাঁধার কোনো ধান্ধা আসে না যেনো মনে,
সুন্দর একটা ভবিষ্যৎ, ভাবো তা ক্ষণে ক্ষণে ।
নিজ ভবিষ্যৎ করো স্থির তুমি নিজে নিজে,
সৎ পথেই অটল থাকো ভাগ্য গড়ার কাজে।