ঈদের দিনটা ভালো যাক এটা মনের আশা,
এ দিনটাতে সবার সাথে থাকুক ভালোবাসা।
            সবার সাথে ভাব হয়
            আপন ভেবে কথা কয়
ঝড় ঝাপটা এসে যেনো না হয় সর্বনাশা।


বছর ঘুরে এটা হলো পশু কাটার ঈদ,
সারা বছর যাই করে এদিন ভাঙ্গে নিদ।
           পাছে কথা ভুলে যায়
            মন আনন্দ ফিরে পায়
ঈদের দিনে কারো প্রতি কেউ রাখে না জিদ।


সবার সাথে সারা বছর এমন যদি হয়,
কোলাকুলি করে সবাই কেউ করে না ভয়।
            সুস্থ সমাজ গড়ে উঠে
            পরের তরে ধেয়ে ছুটে
তবেই মোরা বলতে পারি মানবতার জয়।


ঈদের দিনে যেমন করে বাড়ি বাড়ি যায়,
পাড়া পরশী মিলে মিশে সেমাই রুটি খায়।
            সবার মুখ হাসি মাখা
            পরের সাথে করে দেখা
পড়শীরা সব হাসি মুখে সবার দিকে চায়।


ধনী গরীব এক সাথে ঈদের নামাজ পড়ে,
নামাজ শেষে মিলেমিশে কোলাকুলি করে।
            মনের সুখ ভাগ করে
            বুকে চেপে জড়িয়ে ধরে
অন্তর খোলা হাসি খুশি সবার ঘরে ঘরে।


ঈদের মতো সারা বছর এমন যদি হতো,
ধনী গরীব গায়ে পড়ে আপন করে নিতো।
            সব বিবাদ ভুলে গিয়ে
            আপন পর কাঁধ মিলিয়ে
আমজনতা অনায়াসে সুস্থ সমাজ পেতো।