ইদ যাত্রা
প্রাপ্যতায় অন্য মাত্রা,
প্রচণ্ড খরতাপেও বাড়ি যাওয়ার অনুতাপ!
দুই-এ মিলে একাকার, সেইসাথে নিজ প্রতাপ।


স্ত্রীর জন্য শাড়ি চুড়ি সন্তানের খেলনা ঘড়ি,
সবার জন্য নতুন পোশাক, মায়ের জন্যও শাড়ি।
সাথে নিয়ে মালসামানা যেতে হবে বাড়ি,
যেভাবেই হোক যানবাহনে উঠে তাড়াতাড়ি।


সব বায়না মিটিয়ে দিলো বাড়ির পথে রওয়ানা,
মা-বাবার বায়না ছাড়াই কাছে পাবার কামনা।
মা শুধু তার অপেক্ষায় পথ চেয়ে ওৎপেতে,
তাঁর  সন্তান বুকের ধন কখন আসবে কোন পথে?


এই যে খুশির ইদ যাত্রায় হৃদকম্পনে অন্যমাত্রা,
কিসের কষ্ট কিসের গ্লানি যানজটেও শোভাযাত্রা।
বাস ট্রেনের ছাদে চড়েও আনন্দ কোলাহল,
সব কষ্ট দূরে ঠেলে শরীর ঘেমে ঝরে জল।
ইদ যাত্রার সুখের কাছে লাখ টাকাও মূল্যহীন,
মা-মাটি-জন্মভূমির কাছে গিয়েই তা-ধিন-ধিন।