ইদ মনে খুশি
ফেতরা জাকাত দাও বিলিয়ে, দাও বেশি বেশি,
আশেপাশের গরীব দুঃখী যাঁরা প্রতিবেশী।


সবার খুশি চাই
প্রতিবেশীকে কষ্টে রেখে খুশির মূল্য নাই,
গরীব দুঃখীর অনুতাপে দৌলত হবে ছাই।
সেমাই রুটি নিজে যখন পেট ভরে খাবে,
প্রতিবেশীর হাহাকার ধূলোয় মিশে যাবে।
নিজ সন্তানের হাসিখুশি যাবে অন্যের কানে,
তারা যখন ভুখা থাকে কষ্ট পাবে মনে ।
আশেপাশে দাও বিলিয়ে যার যেমন আছে,
দেখতে পাবে চিত্ত সুখ কেমন করে নাচে।


মনের শান্তি চাও
ধনদৌলতের ফেতরা জাকাত ইদের আগে দাও,
মালের হক আদায় করে সবার দোয়া নাও ।
প্রতিবেশী দীন-দুঃখী সবার বাড়ি যাবে,
সুখ দুঃখ ভাগ করে অনেক শান্তি পাবে।
প্রতিবেশী ভুল করলেও রেখো না মনে জিদ,
গরীব দুঃখী খুশি থাকলে এটাই আসল ইদ।