ফুল দেয় ফল দেয় ছায়ায় ঢাকা রাখে,
হাতে গড়া যদি কারো ফলের গাছ থাকে।
খাদ্যের যোগান দেয় পশু পাখি মানুষের,
ফল দিয়ে আপ্যায়নে সুযোগ বিনয়ের।
বড় গাছ মূল উৎস কাঠ ও জ্বালানির,
ভারসাম্য রক্ষা করে সুন্দর এ প্রকৃতির।


পুষ্টির অভাব মিটে গাছের ফল থেকে,
বৈচিত্র্যটা ফুটে উঠে খাবারে ফল রেখে।
প্রতি ফলে ভিটামিন কতো যে ভরপুর,
পাকা ফল খেতে গিয়ে স্বাদেও সুমধুর।
স্বাস্থ্য রক্ষায় ভূমিকা ফল থেকেই আসে,
স্বাদে গন্ধে পাকা ফল সবাই ভালোবাসে।


ফল দিয়ে তৈরি হয় জ্যাম জেলি আচার,
মানুষের পথ নেই ফল ছাড়া বাঁচার।
ধান গম যব হলো ছোট গাছের ফল,
প্রাণে বাঁচতে মানুষ তা করলো দখল।
ওষুধ পথ্যে ফলের, অবদানটা বেশি,
গাছপালা বেশি বলে ঔষধ পায় দেশি।


দেশি ফল বেশি হলে রপ্তানিটাও বাড়ে,
কিছু খেয়ে কিছু বেচে আয়ের কড়া নাড়ে।
বড় গাছ কেটে নিয়ে আসবাবে লাগায়,
বাড়িঘরে সাজসজ্জা কতো স্বপ্ন জাগায়।
গাছের অনেক কাজ, অক্সিজেনটা দেয়,
বাঁচার জন্য অক্সিজেন মানুষ টেনে নেয়।


ফল গাছ মানুষের, নিত্য দিনের সাথী,
জান বাঁচে মান বাঁচে ফল খেয়ে মাতি।
গাছ লাগাও প্রতিজন বেঁচে থাকার জন্য,
গাছ লাগানোর কাজ, থাকুক অগ্রগণ্য।
ফল পাই গাছ থেকে কাঠও কাজে লাগে,
গাছপালা আছে বলেই বাঁচার সাধ জাগে।