ও গাছ, তুমি নীরবে দাঁড়িয়ে,  চুপচাপ থাক,
ফুল দাও ফল দাও,  ছায়ায় ঢেকে রাখ ।
কার্বন টেনে অক্সিজেন ছাড়,
পরিবেশ  ভারসাম্য রক্ষা কর,
ফিরাও তুমি ঝড়-তুফান,
বাঁচাও মোদের বাঁচাও প্রাণ।
কর তুমি উপকার, তবু থাক নির্বিকার,
সবুজ তুমি, শ্যামল তুমি, তোমার অহঙ্কার।
ভয় নাই তোমার নির্জনে,
দাঁড়িয়ে থাক স্থির মনে,
দিন নাই রাত নাই
স্থির অবস্থা দেখতে পাই।


শত কষ্ট বুকে নিয়ে,  গাছটি বলে শোন,
পাতা ছাঁট গোড়া কাট,  আপন ঘর বুন।
বানাও আসবাব, বানাও ঘর,  আমায় কেটে কেটে,
কাঠুরিয়া লাকড়ি বানায়,  মাথায় নিয়ে ছুটে ।
রাঁধুনীরা জ্বালায় লাকড়ি,  পুড়ে করে ছাই,
একবার তো ভাবেনা কেউ,  কষ্ট আমি পাই।
আমার তো জীবন আছে,
যেভাবে সব মানুষ বাঁচে,
দুঃখ নিয়ে আমি বলি,  আমিও  বাঁচতে চাই,
কষ্ট ছাড়া সারা জীবন,  পরিবেশ বাঁচাই ।