গানের কোনো ক্রম নাই যার যেমন লাগে,
যেমন করে প্রকাশ করে তেমন সুর জাগে।
গানের সুর ভালো জমে
জমে উঠে ক্রমে ক্রমে
সুরটা তুলে দমে দমে টানটা তুলে আগে।


ইচ্ছে হলেই গান গাই গানের মজা তালে,
ঝুমুর ঝুমুর বাদ্য বাজে সুরের ছোঁয়া পালে।
বাজাও ঢোল বাজাও তালি
সুরের সাথে তালও ঢালি
দর্শক শ্রোতার গলাগলি আঁখি ভরা জলে।


মনের ইচ্ছা গানের সাথে করছে আলিঙ্গন,
গানের সুরে সমান তালে ভাসছে দেহ মন।
সুরের গলায় রঙ মেখে
করছে শুরু সকাল থেকে
চোখ কান খোলা রেখেই শুনছে জনগণ।


গানের গলা সুরের মালা গগন জোড়া পাবে,
এমন গান শুনতে পেলে পাগল হয়ে যাবে।
ভালো লাগে গানের ধরন
টানটা আসে জীবন মরন
মনের শান্তি পাবে তেমন যেমন করে চাবে।


শুনতে পাবে গানের সুর গলাও সুমধুর,
শোনার মতো মন থাকলে যাবেই অচিনপুর।
হৃদয় মনে ছন্দ জাগে
শুনতে পাবে আগেভাগে
খারাপ সুরও ভালো লাগে দেখলে সমুদ্দুর।


হাসি খুশি মনের খোরাক সবই গানে আছে,
সুরের মতো তাল থাকলে সুর শুনেই বাঁচে।
গানের সুর ঘরে ঘরে
মনের সুখ তুলে ধরে
সবার মন পাগল করে আসছে কাছে কাছে।