মেঘ বরণ কন্যা তুমি, লম্বা মাথার কেশ,
চিকন তোমার মাথার বেণী, আমায় করলো শেষ।
ঝুমকো জবা খোঁপায় পরে, চিকন বেণীর দুল,
দেখে আমার অন্তর কাঁপে, লাগায় গণ্ডগোল।
চিকন চুড়ির ঝনঝনানি, প্রাণে উঠে সুর,
তুমি যখন ছাদ বারান্দায়, আমি খানিক দূর।


তোমার জন্যই বাঁচার ইচ্ছা, এটাই যখন বুঝো,
ছাদ বারান্দায় দাঁড়িয়ে থেকে, কাকে তুমি খোঁজো?
হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ে, চোখের দেখায় সুখ,
বন্যার মতোই ছুটে চলে, বুকের ধুকধুক ।
তুমি যখন ফুল তোল, আমি তখন ঘাস,
শাড়ির আঁচল ঘাসে পড়ে, ঘাসেই সর্বনাশ।


যখন তুমি বেলকনিতে, হাতে গেন্দাফুল,
মাথার চুল এলোমেলো, ছেড়ে রাখো চুল।
হাওয়ায় ভাসে খোলা চুল, হাওয়ায় দেয় দুল,
তোমার দিকেই চেয়ে দেখতে, কেমনে করি ভুল?
খোলা চুলেও তুমি সুন্দর, আরো সুন্দর মন,
পাগল পাগল মনটা আমার, ডাকে সারাক্ষণ।


শেষ বিকেলে দোলনায় চড়ে, যখন হাওয়া খাও,
আড় চোখে চেয়ে দেখো, ভুলবো না তো তাও ।
আমি যখন দেখতে পাই, তোমার মুখে হাসি,
মনটা আমার উড়ে যায়, তোমার পাশাপাশি।
ফাগুন মাসে যেদিন তোমার, প্রথম দেখা পাই,
সেদিন থেকেই অদ্যাবধি, আমার ঘুম নাই ।


তোমার মনের ঘাস আমি, করলে যখন চাষ,
ঘাস বাগানে গেন্দাফুল,  থাকুক বারোমাস।
সকাল বিকাল ঘাস বাগানে, তুলবে গেন্দাফুল,
শাড়ির আঁচল মুছে দেবে, জমাট বাঁধা ভুল ।
স্নেহ-মায়া-মমতা আর, তোমার মিষ্টি হাসি,
তোমার মনের ঘাস হয়েও, অনেক ভালোবাসি।