জ্ঞান থাকলে জ্ঞানী হয়
গুণ থাকলে গুণী,
সমাজের জ্ঞানী গুণীর
কথা আমরা শুনি।


জ্ঞান লাভ করতে হলে
জ্ঞানীর কাছে যাও,
গুণীর কাছে গেলে তুমি
গুণও খুঁজে পাও।


তুমি যখন চিন্তা করো
জ্ঞানীর কাছে যাবে,
তাঁর মধ্যে গুণও আছে
তারও খোঁজ পাবে।


কবির গুণ কবিতায়
তাঁর পাঠক পায়,
কবিতার চরণে কবি
কলমে এঁকে যায়।


কবির যতো জ্ঞান আছে
প্রকাশ করে যায়,
পাঠক পায় বিনামূল্যে
কবিতার পাতায়।


পাঠক যদি মন দিয়ে
কবির লেখা পড়ে,
জ্ঞান ও গুণ নিতে পারে
তার নিজ অন্তরে।


আস্তে আস্তে একসময়
পাঠক হয় কবি,
সেও তখন এঁকে যায়
জ্ঞানের প্রতিচ্ছবি।