গন্ধে মাখা গন্ধরাজ বর্ষাকালে ফুটে,
গন্ধরাজ হাতে পেতে তরুণীরা ছুটে।
         ভালবেসে হাত দেয়
         সাদা দেখে লুফে নেয়
মাথায় তুলে গন্ধরাজ হাতে যদি জুটে।


সাদা সাদা গন্ধরাজে যখন বৃষ্টি ঝরে,
পাতা বেয়ে সাদা ফুলে ফোঁটা ফোঁটা পড়ে
         বিন্দু বিন্দু জমে থাকে
         সাদা ফুলে বাঁকে বাঁকে
পানি পেয়ে গন্ধরাজ ঘ্রাণ বৃদ্ধি করে।


ডালে পাতা শাটা থাকে ঠায় খাড়া ফুলে,
এটা দেখে যে কারোই ভুলা মন দোলে।
         একটুখানি ছুঁয়ে দেখে
         তার মনে রঙ মেখে
হাতে নিয়ে ঘ্রাণ পেতে শাখা থেকে খুলে।


পাতা ঘেরা গন্ধরাজ ধবধবে সাদা,
প্রতিরোজ অতি ভোরে ফুটে থাকে আধা।
         নাম তার গন্ধরাজ
         স্তরে স্তরে থাকে ভাজ
রূপ দেখে ফেলে যায় আছে কোন গাধা।


প্রতিদিন তরুণীরা গন্ধরাজ খোঁজে,
লম্বা কেশে বেনী করে তাতে ফুল গুজে।
         যেই দেখে ফিরে চায়
         মৌ  মৌ  ঘ্রাণ পায়
ঘ্রাণ পেতে চুলে গুঁজে রাখে বুঝেসুজে।


তরুণেরা ভালেবেসে যার হাত ধরে,
গন্ধরাজ ফুল দিয়ে ভালোবাসা গড়ে।
         তাজা তাজা ফুল বাছে
         সেরা ঘ্রাণ যাতে আছে
ভালোবেসে ফুল দিতে রাখে স্তরে স্তরে।