বংশ যদি ভালো হয়
ধ্বংসটা রুখে,
বাঁধভাঙ্গা সাহসটা
বুকে এসে ঢুকে।
আচরণ সুন্দর হলে
সবাই ভালোবাসে,
মানবতা গড়ে উঠে
সৃষ্টি সুখ হাসে।


যে সমাজে দুঃখী দুস্থ
ভালোবাসা পায়,
পরস্পর ভালোবাসায়
সুখে দিন যায়।
সুশিক্ষার আলো ফুটে
দিন বদলে ফেলে,
উপযুক্ত ফলাফলটা
হাতেনাতে মেলে।


পরস্বার্থে কাজ করে
নিয়ে আপনপর,
মনে যদি সুখ থাকে
থাকনা কুঁড়েঘর।
দশেমিলে গড়ে তুলি
ভালো পরিবেশ,
স্বাধীন মনে কাজ করে
গড়ে তুলি দেশ।