মেঘনার মোহনায় হাতিয়ার শুরু,
দক্ষিণে সাগর জলে শেষ মাথা পুরো।
চারিদিকে জল আর মাঝখানে স্থল,
বেড়ি ঘেরা লোনাজলে জাগে মফস্বল।


এই দ্বীপের জনগণ অতি সাধারণ,
শুভক্ষণে পদচিহ্ন রাখে অন্যজন।
মিঠাজল লোনাজল মিশে একাকার,
দ্বীপ রেখা বরাবর পূর্ণ জলাধার।


যতদূর দেখা যায় চোখে পড়ে জল,
কূল ঘেঁষা ছায়াবীথি আছে কোলাহল।
দিকে দিকে জল দেখে উঠে মনে ঢেউ,
ভাটিয়ালি ভাওয়াইয়া গায় কেউ কেউ।


বর্ষায় কূল ঘেঁষে ফুটে উঠে ফুল,
দ্বীপে এসে টানে উঠে মনে লাগে দোল।
সবুজের ছড়াছড়ি আছে দ্বীপময়,
ঝাউতলা ঘুরে এসে তীরে সন্ধ্যা হয়।


হাতিয়ায় হাতি নেই মহিষের পাল,
চোখ বুজে সারাদিন টানে মালামাল।
সারি সারি ঝাউগাছ ঘেঁষা উপকূল,
লোনাজলে ঢেউ উঠে ভিজে উঠে মূল।


মাছধরা ট্রলারের তলা ঘেঁষা জল,
ইলিশের খোঁজ পেলে বাড়ে মনোবল।
জাল ভরা মাছ পেয়ে ফুটে উঠে হাসি,
জেলেদের হাসিমাখা স্মৃতি অবিনাশী।


দলবেঁধে জাল নিয়ে থাকে ভাসমান,
ট্রলারেই সাথে রাখে সব উপাদান।
ইলিশের ঝাঁক দেখে করে মাতামাতি,
মাছে ভরা ট্রলার-ই হাতিয়ার বাতি।