হেমন্ত বাতাসে আছে, মধুময় যাদু,
মৌমাছি ফুল বনে খুঁজে ফিরে মধু।
বন্ধু আসে সাঁকো বেয়ে পার হয়ে নদী,
সাথে থেকে ছোট নদী দেখে নিরবধি।
প্রাণ বন্ধু কাছে পেয়ে মনে উঠে সুর,
মন প্রাণ ছুঁয়ে যায় রোদেলা দুপুর।


সাঁকো বাঁধা নদীটায় মনে চায় নামি,
মন জুড়ে সাঁকো নয় হাওয়াটাই দামী।
আলো ছায়া বুকে আঁকা ভালো পরিবেশ,
রিনিঝিনি রোদ ছায়া সুমধুর বেশ।
হেমন্তের সুরে বন্ধু গান গেয়ে যাও,
দিনভর সুখ খুঁজো মন ভরে নাও।


চেয়ে দেখো নদীর জল টলমল করে,
তীর ঘেঁষে রোদ ছায়া সাঁকোটায় পড়ে।
টিপে টিপে হেঁটে যাও ভয় রেখে দূরে,
পাবে শান্তি মায়া মাখা সাঁকোটায় চড়ে।
আলো ছায়া খেলা করে মনে হয় যাদু,
মৌমাছির ঠোঁটে থাকে যাদুময় মধু।


বাতাসের সাথে আছে আলো ছায়া জল,
ছোটখাটো নদীটায় নেই কোলাহল।
দুই কূল অতি কাছে ছোট নদী বলে,
এটা কোন নদী নয় খাল বলা চলে।
আঁকাবাঁকা ছোট নদী দুই তীর কাছে,
তবু যেনো কূল ঘেঁষে সাঁতার জল আছে।


তীর ঘেঁষা গাছগুলো ছায়া দেয় জলে,
পাখি সব রব তোলে ডাকে সন্ধ্যা হলে।
হেমন্ত বাতাস বয়ে ছুঁয়ে যায় মন,
মধুময় এই ধারা থাকে সারাক্ষণ।
টিপে টিপে সাঁকো বেয়ে বুঝে গেছো তুমি,
যাদুময় আলো ছায়া কেন বলি আমি।