মুজিব তোমায় স্যালুট জানাই, তোমার জন্মদিনে,
স্বাধীন দেশে নিঃশ্বাস নিচ্ছি, তোমারই কল্যাণে।
বীর বাঙালি উপাধি পেলাম, মুজিব তোমার গুণে,
বাংলার মাটি স্বাধীন হলো, তোমারই ডাক শুনে।
স্বাধীন দেশের হাওয়া খাচ্ছি, শান্ত স্বাধীন মনে,
হাজার সালাম জানাই আমরা, তোমার দুই চরণে।


মুজিব তুমি বঙ্গবন্ধু, তাতো সবাই জানি,
স্বাধীন জাতি উপহার দেয়ায়, জাতির পিতা মানি।
স্বাধীন জাতির স্বাধীন সুর, আকাশে বাতাসে বহমান,
চির অমর থাকবে তুমি, শেখ মুজিবুর রহমান।
আছো তুমি হৃদয় জুড়ে, বীর বাঙালির ঘরে,
যতদিন এই জীবন থাকবে, যাবো স্মরণ করে।


তোমার ডাকে বীর বাঙালি, অস্ত্র হাতে ধরে,
ত্রিশ লক্ষ জীবন দিয়ে, দেশটা স্বাধীন করে।
যোগ্য সঠিক নেতা ছাড়া, যুদ্ধ হয় না শেষ,
তুমি তো ছিলে দক্ষ নেতা, নেতার গুণে দেশ।
তোমার স্মৃতি স্মরণ করে, দেশ এগোচ্ছে বেশ,
সাহস নিয়েই গড়ছি মোরা, সোনার বাংলাদেশ।


উন্নত দেশ গড়ে উঠছে, আর ক'টা দিন বাকি,
তোমার নীতি ধারণ করে, ভিশন গুনে থাকি।
অনেক আগেই পার হয়েছি, মধ্য আয়ের সীমা,
তোমার নামেই গায়ে তুলবো, উচ্চ আয়ের জামা।
কঠিন লক্ষ্যে শেকল টানা, লক্ষ্যে পৌঁছেই থামে,
জগৎ জুড়েই চেনে এদেশ, বঙ্গবন্ধুর  নামে।


জাতির পিতার জন্মদিন, শুভ জন্মদিন,
জন্মদিন রঙিন হউক,  রঙিন হউক প্রতিদিন।
জীবন দেবো রক্ত দেবো, হবে না তোমার অবজ্ঞা,
বাংলা মায়ের আঁচলে নিলাম, লড়ে যাওয়ার প্রতিজ্ঞা।
তোমার ডাকে, তোমার কাছেই,  শিখেছি আমরা লড়তে,
জাতির পিতার জন্মই হলো, স্বাধীন জাতি গড়তে।