বিটিভির আজ জন্মদিন খুশির সীমা নাই,
যারা আছেন অবসরে তাদের কাছে পাই।
নবীন প্রবীণ যোগ দেয়
সবাই সবার খোঁজ নেয়
স্মৃতির জোয়ার পাল্লা দেয় যখন কাছে যাই।


জমে উঠলো মিলনমেলা সবার আগমনে,
গানবাজনা গল্পগুজব জমলো সবার সনে।
প্রবীণ কর্মী আছে সেও
গান গাইছে অন্য কেউ
গল্প ছলে হাসির ঢেউ চলছে ক্ষণে ক্ষণে ।


আটান্ন বছর পাড়ি দিলো ঊনষাট সবে শুরু,
নবীন প্রবীণ উড়ছে সব মনটা উড়ু উড়ু।
দিন বদলের ঘটনায়
নিত্য নতুন প্রত্যাশায়
কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় বুকের দুরুদুরু।


স্টেজের পাশে পিঠা মেলা চলছে গলা হৈহৈ,
দলে দলে ভীড়ছে সবাই বলছে খাবার কই?
সব সাজাচ্ছে এক ডালাতে
ভাপা পিঠাও তারই সাথে
খাবার প্যাকেট হাতে হাতে ধরছে সর্বত্রই।


আজকের এই নতুন দিনে ঝরছে মনে আশা,
সাধ মিটিয়ে জনগণের টানবে ভালোবাসা।
নিত্য নতুন অনুষ্ঠানে
ভরতে হবে গুণে মানে
গান গাইছে ফুল বাগানে আশায় বুক ঠাঁসা।


নাচ গান সমান তালে স্টেজটা গরম করছে,
উচ্চস্বরে হাওয়ায় ভেসে গানের গলা চড়ছে।
ঝুমুর ঝুমুর তাল মিলিয়ে
মন আনন্দ যায় বিলিয়ে
সুরের সাথে সুর মিলিয়ে শ্রোতাও গলা ধরছে।


প্রতি বছর মিলনমেলায় বাড়ায় যত আশা,
বাঁচতে হলে শিখতে হবে গভীর জলে ভাসা।
আমজনতা যেমন চাবে
তাদের কাছে শোনা যাবে
মনটা ভরলে তবেই পাবে শ্রোতার ভালোবাসা।