তোমার সাথে জোছনা রাতে মনের কথা বলে,
মনের সুখ কুড়িয়ে নেবো পুরো জোছনা হলে।
দু'জন মিলে বাঁচবো ভবে
প্রেমের কথা সফল হবে
যেমন করে প্রেমের কথা সারা জীবন চলে।


বাড়ির পাশে বাঁশের ঝাড় চাঁদটা আড়াল করে,
জোছনা রাতের ছায়া দেখি বাঁশের পাশে পড়ে।
চাঁদের পাশে তারার ছড়া
মায়ায় মাখা জোছনা ভরা
সন্ধ্যা রাতে শীতল হাওয়ায় মনের ক্লান্তি ঝরে।


আজ দেখি বাঁশ বাগানে আলো ছায়ার খেলা,
মনের দুয়ার খুলে দিলো সন্ধ্যা তারার মেলা।
সন্ধ্যা রাতের হাওয়া ভালো
মাথার উপর চাঁদের আলো
হাওয়া ছেঁকে বাঁশের আগা উপর দিকে ঝোলা।


আজকে এই জোছনা রাত সাক্ষী করেই যাই,
জোছনা রাতের সাক্ষী যেনো সারাজীবন পাই।
মনের আশা পূরণ হলে
মনের সুখেই মন বলে
অন্তর থেকে ভালোবাসায় মনের দুঃখ নাই।


মুক্ত মনের ভালোবাসায় তাঁরই লীলাখেলা,
যারই হাতে সৃষ্টি জগৎ চাঁদ তারার মেলা।
চাঁদের আলো তারই হাতে
বিলিয়ে যান এ দুনিয়াতে
নিজ হাতে সরিয়ে রাখেন দূরে মেঘের ভেলা।


প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ জোছনা রাত পেলে,
মনের সাথে মিলিয়ে নেবে বাঁশ বাগানে গেলে।
চলো যাই বাঁশ বাগানে
কথা বলি আপন মনে
ভালোবাসা ঝালাই করবে মনের দুয়ার মেলে।