ঝগড়া করে রাগে বলে এখান থেকে যাও,
কচু গাছ ধরে তুমি গলায় ফাঁসি দাও।
কচু গাছ অনেক দুর্বল আমরা সবাই জানি,
দুর্বল গাছ নেয় না ভার তবু আমরা শুনি।
মোড়ল এসে থামতে বলে, থামে না তো ঝগড়া,
যতোই বলে থামো থামো আরো লাগে বাগড়া।


রাগতস্বরে মোড়ল বলে, বিচার করতে আসি,
বিচার তোমরা না মানলে দাও কচু গাছে ফাঁসি।
কথার স্বার্থে বাজে অর্থে মোড়ল কথা বলে,
রাগের মাথায় এমন কথা না মানলেও চলে।
মোড়ল যখন বিচার করে সবাই মেনে চলি,
কথাটা তুলে কচু গাছের, এটা মুখের বুলি।


ফাঁসির ধমক খাওয়ার পর ওরা তখন থামে,
ধমক খেয়ে প্রাণের ভয়ে ঝগড়াটেরা ঘামে।
ঠাণ্ডা মাথায় মোড়ল বলে, আয় না তোরা কাছে,
কাছে আয় মিটিয়ে দেই, যাই থাকুক পাছে।


কচু গাছের অনেক গুণ, হউক না তাহা দুর্বল,
তার আয়রন ও ভিটামিনেই রাখে সুস্থ সবল।
সুস্থ দেহ প্রশান্ত মন, কচুর উপকার স্পষ্ট,
রাগের মাথায় ফাঁসির কথা, এটাই তার কষ্ট।