কাদামাটির মানুষ মোরা, কাদায় যাবো ফিরে,
যাক না কিছু সময় আমার, কাদামাটি ঘুরে ।
ইট পাথরের দালান কোঠায়, আর কতকাল থাকবো,
কাদামাটি গায়ে মেখে, কিছুটা সময় রাখবো ।
আছে মজা কাদাজলে, একটুখানি সময় পেলে,
ক্লান্তির মাঝেও অনেক প্রশান্তি, হাঁটু কাদায় মেলে।


গভীর কাদায় আসে যেজন, হাঁটে টিপে টিপে,
সামনের দিকে বাড়ায় পা, যায়  মেপে মেপে।
এদিক ওদিক তাকায় তখন, যদিনা পা হড়কায়,
কেউ বুঝি দেখতে পেলো,  মনে মনে ভরকায় ।


পা পিছলে একবার পড়লে,  কাদায় গোসল হয়,
আশেপাশের সবাই তখন, অচেনা রূপ পায় ।
এ কাদা তো স্বাভাবিক নয়, এঁটেল মাটির কাদা,
এ কাদায় যেই নামুক, আসলে সে গাধা ।
একবার না হয় গাধাই হলাম,  মিটবে মনের সাধ,
কত ইচ্ছাই পূরণ করলাম, এটা কেনো বাদ ?


ইচ্ছা যদি কর পূরণ,  ইচ্ছার মূল্য দাও,
ইচ্ছার তরে শখের নাও,  পানিতে ভাসাও।
মনের ইচ্ছা গোপন রাখবে, কেনো থাকবে ফাঁকা,
অনেক দাম শখের তোলার, তোলা আশি টাকা।