মনে চায় ফিরে যাই, আবার তাদের কাছে,
আমি যেনো খেলতে পারি, শিশুর সাথে নেচে।
অন্য কোনো ভাবনা নাই, ভাবনা শুধু খেলা,
শিশুকালের খেলার কথা, যায় না মোটেও ভোলা।
ছোট শিশুর দুরন্তপনা,  মনটা কেড়ে নিলো,
কেনো আমি বড় হলাম, এ দিন আমারও ছিলো।


বড় হয়ে বুঝতে পারি, ছোট থাকাই ভালো,
এমন দিন সবার ছিলো, পুরোটাই তো আলো।
তাদের কাছে সবাই সমান, কেউই পর নয়,
ছেলে মেয়ে যারাই আসুক, সবাই বন্ধু হয়।
যদি হয় একটু ছোট, তার আদর বেশি,
ছোট সবার আদর পেয়ে, খুশি রাশি রাশি।


সারাটা দিন নাচা-নাচি, খেলাধুলায় যায়,
ভল মন্দ যে যাই বলুক, তাদের হাসি পায়।
গাছে চড়ে শাখায় ঝুলে, সবাইকে হাসায়,
ভর দুপুরে শাখায় ঝুলা, এটাই যেনো চায়।
পরিবারের দায়-দায়িত্ব,  কিছুই বুঝে না,
কখন সময় চলে যাচ্ছে, সেটাও অজানা।


তাইতো আমি সদাই ভাবি, শিশুর বয়স ছেড়ে,
এ দুনিয়ার ঝুট-ঝামেলা, নিলাম কেনো ঘাড়ে?
ছোট থেকে বড় হওয়া, জীবজগতের রীতি,
উটকো বিষয় ঘাড়ে এসে, বাড়ায় মনের ভীতি।
না চাইলেও গড়িয়ে আসে, পরের বোঝা ঘাড়ে,
ফেতনা ফ্যাসাদ ছড়িয়ে পড়ে, হেনস্থা করে ছাড়ে।


কলিকালের অসভ্যপনায়, ভালো থাকা দায়,
অসভ্যরাই দখল নিচ্ছে, কেমনে মানা যায় ?
জগৎ জুড়েই দেখা যাচ্ছে, ক্ষমতার দাপট,
মন্দ জনেই ক্ষমতা ঘেরা, ধ্বংসলীলাই নিকট।
এভাবে চললে এই পৃথিবী, ছারখার হয়ে যাবে,
ভদ্র লোকের মান-সম্মান, হাবুডুবু খাবে ।


তাই তো বলি সময় থাকতে, লাগাম টেনে ধরো,
দখল নেয়া ভুয়া পণ্ডিত, ভিটে ছাড়া করো ।
ভালোভাবে বাঁচাতে হলে, এর বিকল্প নাই,
কোথায় আছে ভুয়া পণ্ডিত, আমরা খুঁজে যাই।
নিয়ম ছাড়া অশ্লীলতা, কিভাবে এসে ঢুকে ?
অশ্লীলতা ছিটিয়ে দাও, ওদের নাকে মুখে ।