খেজুর গাছ ভালো জন্মে, লবণাক্ত পরিবেশে,
আরো ভালো খেজুর হয়, দীর্ঘ খরার দেশে ।
ভালো মানের খেজুরে বেশি, উপকারী উপাদান,
শরীর স্বাস্থ্য ভালো থাকে, বেশি থাকে পুষ্টিমান ।
স্বাস্থ্য রক্ষায় ফাইবার, ভিটামিন, অনেক প্রয়োজন,
খাদ্য তালিকায় খেজুর রেখে, করো আয়োজন ।


বাবুই চড়ুই বাঁধে বাসা, খেজুর গাছের ডালে,
বাসা বাঁধে ডিম পাড়ে, বাচ্চা ফুটিয়ে তোলে ।
খেজুর গাছ নিরাপদ আবাস, বাবুই চড়ুই ভাবে,
গাছের আগায় নিজের বাড়ি, যখন খুশি যাবে ।


কাঠঠোকরা ঘুঘু চড়ুই, সারা বাগান ঘুরে,
খেজুর বাগান নিজের বাড়ি, ডালে ডালে চড়ে,
শালিক ঘুঘু কাক কোকিল, খেজুর খেয়ে বাঁচে,
ময়না মৌটুসিরও প্রিয় খাবার, খেজুর খেয়ে নাচে।
খেজুর পাতায় কুটির শিল্প, গড়ে শ্রমিক দল,
নানান রকম জিনিস বানায়, চাঙ্গা মনোবল ।


গ্রাম বাংলার মেঠো পথে, খেজুর গাছের সারি,
বাড়ির গেটে খেজুর গাছ, সুন্দর দেখায় বাড়ি।
রাস্তার পাশে লাগাই গাছ, যে যতটুকু পারি,
খেজুর গাছ লাগাই বেশি, কৃষি বন গড়ি ।