বাবা তোমায় ভালোবাসি তা তো তুমি বুঝ,
দিন দুপুরে মা বলে এ কারণেই খুঁজো।
তুমিও বেশ ভালোবাসো এটা ভালো বুঝি,
তাই তো আমি হাসি খুশি তোমার কাছে খুঁজি।
তুমি আমার মিষ্টি বাবা আমার সাথে যাবে,
যখন তুমি ঘুরে আসবে অনেক মজা পাবে।


তবে কেনো করছো দেরি চলো এবার যাই,
পুকুর পাড়ে ঘুরে আমি বেশি মজা পাই।
চলো তো দেখি তাড়াতাড়ি পুকুর দেখে আসি,
পুকুর ঘাটে বসে দেখি তোমার মিষ্টি হাসি।
বলো তো বাবা এই পুকুরে কয়টা হাঁস আছে?
পানি ভর্তি এ পুকুরটা ভরা দেখছি মাছে।


কি সুন্দর ফুলের বাগান পুকুর পাড়ে করলে,
দেখতে সুন্দর চমৎকার পরিবেশটা গড়লে।
এমন সুন্দর বাগানটায় চেরি ফুল দোলে,
চমৎকার এ চেরি ফুলে সবার মনটা খুলে।
চেরি ফুল দেখতে দেখতে কত মানুষ যায়,
ফুলের ঘ্রাণে মৌ মৌ করে সুবাস তারা পায়।


পুকুর জলে নৌকাখানি কি সুন্দর ভাসে,
টলটলা পানির উপর খেলা করে হাঁসে ।
দল বেঁধে এই হাঁসগুলি ঘুরে ঘুরে যায়,
হাঁসগুলো মনের শান্তি গোসল করে পায়।
বাবা তুমি এসো দেখি জলে নেমে পড়ি,
একটুখানি ছুঁয়ে দেখতে হাঁসের গায়ে ধরি।


পুকুর জলে নামার মজা কোথাও তুমি পাবে?
জলে নামার মজা ছেড়ে কেমনে তুমি যাবে?
তাই তো বলি তাড়াতাড়ি আমার সাথে আসো,
আমায় তুমি ঘাড়ে তুলে পুকুর জলে ভাসো।
জলে নেমে একবার যদি এমন মজা পাও,
দেখবো আমি এটা ছেড়ে কেমনে তুমি যাও।